Yugala Carana Priti #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ Y
Song Name: Yugala Carana Priti
Official Name: Song 6
Author: Narottama Dasa Thakura
Book Name: Prema Bhakti Candrika
Language: Bengali
LYRICS:
(১)
যুগল চরণে প্রীতি, পরম আনন্দ তথি,
রতি প্রেম-ময় পরবন্ধে
কৃষ্ণ নাম রাধা-নাম, উপায় কর রস ধাম,
চরণে পড়িয়া পরানন্দে
(২)
মনের স্মরণ প্রাণ, মধুর মধুর ধাম,
যুগল বিলাস স্মৃতি সার
সাধ্য সাধন এই, ইহ বৈ আর নাই,
এই তত্ত্ব সর্ব তত্ত্ব সার
(৩)
জলদ সুন্দর কাঙ্তি, মধুর মধুর ভাতি,
বৈদগধি অবধি সুবেশ
পীত বসন ধর, আভরণ মণিবর,
ময়ূর চন্দ্রিকা করু কেশ
(৪)
মৃগমদ চন্দন, কুঙ্কুম বিলেপন,
মোহন মূরতি তিরিভঙ্গ
নবীন কুসুমাবলী, শ্রী অঙ্গে শোভয়ে ভালি,
মধু লোভে ফিরে মত্ত ভৃঙ্গ
(৫)
ঈষত মধুর স্মিত, বৈদগধি লীলামৃত,
লুবধল ব্রজ বধু বৃন্দ
চরণ কমল পর, মণিময় নূপুর,
নখ মণি যেন বাল চন্দ্র
(৬)
নূপুর মরাল ধ্বনি, কুল-বধু মরালিনী
শুনিয়া রহিতে নারে ঘরে
হৃদয়ে বাড়ায় রতি, যেন মিলে পতি সতী,
কুলের ধরম গেল দূরে
(৭)
ক্র্স্ন-মুখ-দ্ৱিজ-রজে সরল-বম্সি-বিরজে
জর ধ্ৱনি ভুবন মতয়
স্রবনে পথ দিয় হ্র্দয়ে প্রবেস হন
প্রন অদি অকর্সি অনয়
(৮)
গোবিন্দ শরীর সত্য, তাহার সেবক নিত্য,
বৃন্দাবন ভূমি তেজোময়
ত্রিভুবনে শোভা সার, হেন স্থান নাহি আর,
যাহার স্মরণে প্রেম হয়
(৯)
শীতল কিরণ কোর, কল্পতরু গুণধর
তরু লতা ছয় ঋতু সেবা
গোবিন্দ আনন্দময়, নিকটে বনিতা-চয়
মধুর বিহার অতি শোভা
(১০)
গোবিন্দ অনন্দদময় নিকতে বনিত-চয়
বিহরে মধুর অতি সোভ
দুন্হু প্রেম দগমগি দুন্হু দোন্হ অনুরগি
দুন্হু রুপ দুন্হু মনোলোভ
(১১)
ব্রজপুর বনিতার, চরণ আশ্রয় সার,
কর মন একান্ত কোরিয়া
অন্য বল গণ্ডগোল, না শুনহো উত্তরোল,
রাখো প্রেম হৃদয় ভরিয়া
(১২)
ক্র্স্ন প্রভু এক-বর করিবেন অন্গিকর
জেন মন এ সত্য বচন
ধন্য লিল ব্র্ন্দবন রধ-ক্র্স্ন-স্রি-চরন
ধন্য সখি মন্জিরির গন
(১৩)
পাপ পুণ্যময় দেহ, সকলেই অনিত্য এহ,
ধন জন সব মিছা ধন্দ
মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা,
তবু নিতি কর কার্য মন্দ
(১৪)
রাজার যে রাজ্য পাট, যেন নাটুয়ার নাট,
দেখিতে দেখিতে কিছু নয়
হেন মায়া করে যেই, পরম ঈশ্বর সেই,
তারে মন! সদা কর ভয়
(১৫)
পাপ না করিহ মন, অধম সে পাপী জন,
তারে মুই দূরে পরিহরি
পুণ্য যে সুখের ধাম, তার না লৈহ নাম,
পুণ্য মুক্তি দুই ত্যাগ করি
(১৬)
প্রেম ভক্তি সুধানিধি, তাহে ডুব নিরবধি,
আর যত ক্ষার-নিধি প্রায়
নিরন্তর সুখ পাবে, সকল সন্তাপ যাবে,
পর তত্ত্ব কহিনু উপায়
(১৭)
অন্যের পরশ যেন, নহে কদাচিত হেন,
ইহাতে হৈব সাবধান
রাধা-কৃষ্ণ নাম গান, এই সে পরম ধ্যান,
আর না করিহ পরমাণ
(১৮)
কর্মী জ্ঞানী মিছা ভক্ত, না হবে তাতে অনুরক্ত,
বিশুদ্ধ ভজন কর মন
ব্রজ জনের যেই রীত, তাহাতে ডুবাও চিত,
এই সে পরম তত্ত্ব ধন
(১৯)
প্রার্থনা করিব সদা, শুদ্ধ ভাবে প্রেম কথা,
নাম মন্ত্রে করিয়া অভেদ
নৈষ্ঠিক করিয়া মন, ভজ রাঙ্গা শ্রী চরণ,
পাপ গ্রন্থি হবে পরিচ্ছেদ
(২০)
রাধা কৃষ্ণ সেবন, একান্ত করিয়া মন,
চরণ কমল বলি যাও
দোঙ্হার নাম গুণ শুনি, ভক্ত মুখে পুনি পুনি,
পরম আনন্দ সুখ পাউ
(২১)
হেম গৌরী তনু রাই, আঙ্খি দরশন চাই,
রোদন করিব অভিলাষ
জলধর ঢর ঢর, অঙ্গ অতি মনোহর,
রূপে ভুবন পরকাশ
(২২)
সখী-গণ চারি পাশে, সেবা করি অভিলাষে,
সে সেবা পরম সুখ ধরে
এই মন তনু মোর, এই রসে সদা ভর,
নরোত্তম সদাই বিহরে
UPDATED: July 20, 2016