Yoga Pithopari Sthita #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ Y
Song Name: Yoga Pithopari Sthita
Official Name: Siksastakam Song 8 Part 2
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
LYRICS:
(১)
যোগ-পীঠোপরি-স্থিত, অষ্ট-সখী-সুবেষ্টিত,
বৃন্দারণ্যে কদম্ব-কাননে
রাধা-সহ বংশী-ধারী, বিশ্ব-জন-চিত্ত-হারী,
প্রাণ মোর তাঁহার চরণে
(২)
সখী-আজ্ঞা-মত করি দোঁহার সেবন
পাল্য-দাসী সদা ভাবি দোঁহার চরণ
(৩)
কভু কৃপা করি, মম হস্ত ধরি’,
মধুর বচন বলে
তাম্বূল লইয়া, খায় দুই জনে,
মালা লয় কুতূহলে
(৪)
অদর্শন হয় কখন কি ছলে
না দেখিয়া দোঁহে হিয়া জ্বলে
(৫)
যেখানে সেখানে, থাকুক দু’জনে,
আমি ত’ চরণ-দাসী
মিলনে আনন্দ, বিরহে যাতনা,
সকল সমান বাসি
(৬)
রাধা-কৃষ্ণ প্রাণ মোর জীবনে মরণে
মোরে রাখি’ মারি’ সুখে থাকুক দু’জনে
(৭)
ভকতিবিনোদ, আন নাহি জানে,
পড়ি’ নিজ-সখী-পায়
রাধিকার গণে, থাকিয়া সতত,
যুগল-চরণ চায়
নৃত্য-গীত-সমাপ্তি-কালে
জয় শ্রী গোদ্রুম-চন্দ্র গোরা-চাঁদ কী জয়
জয় প্রেম-দাতা শ্রী নিত্যানন্দ কী জয়!
জয় শ্রী শান্তিপুর-নাথ কী জয়!
জয় শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী কী জয়!
জয় শ্রী শ্রীবাসাদি ভক্ত-বৃন্দ কী জয়!
জয় শ্রী নবদ্বীপ-ধাম কী জয়!
জয় শ্রী নাম-হট্ট কী জয়!
জয় শ্রী শ্রোতৃ-বর্গ কী জয়!
শ্রী শ্রী নাম হট্টের পরিমার্জ্জক ঝাড়ুদার
দীন-হীন শ্রী কেদারনাথ ভক্তিবিনোদ
UPDATED: August 15, 2017