Yadi Gauranga Nahita Tabe Ki Hoito #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ Y
Song Name: Yadi Gauranga Nahita Tabe Ki Hoito
Official Name: None
Author: Narahari Dasa
Book Name: None
Language: Bengali
LYRICS:
(১)
(যদি) গৌরাঙ্গ নহিত, তবে কি হৈত,
ক্যামনে ধরিত দে?
রাধার মহিমা, প্রেম-রস-সীমা,
জগতে জানাত কে
(২)
মধুর বৃন্দা-বিপিন-মাধুরী-প্রবেশ চাতুরী সার
বরজ-যুবতি-ভাবের ভকতি, শকতি হৈত কা’র
(৩)
গাও পুনঃ পুনঃ, গৌরাঙ্গের গুণ,
সরল হৈয়া মন
এ ভব-সাগরে, এমন দয়াল,
না দেখি যে এক-জন
(৪)
গৌরাঙ্গ বলিয়া, না গেনু গলিয়া,
ক্যামনে ধরিনু দে
নরহরি-হিয়া, পাষাণ দিয়া,
ক্যামনে গডিয়াছে
UPDATED: October 27, 2015