Vrsabhanu Suta Carana Sevane #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ V
Song Name: Vrsabhanu Suta Carana Sevane
Official Name: Siddhi Lalasa Song 9
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitamala
Language: Bengali
LYRICS:
(১)
বৃষভানু-সুতা- চরণ-সেবনে,
হৈব যে পাল্য-দাসী
শ্রী-রাধার সুখ, সতত সাধনে,
রহিব আমি প্রয়াসী
(২)
শ্রী-রাধার সুখে, কৃষ্ণএর যে সুখ,
জানিব মনেতে আমি
রাধা-পদ ছাড়ি’, শ্রী-কৃষ্ণ-সঙ্গমে,
কভু না হৈব কামী
(৩)
সখী-গণ মম, পরম-সুহৃত,
যুগল-প্রেমের গুরু
তদ-অনুগা হ’য়ে, সেবিব রাধার,
চরণ-কলপ-তরু
(৪)
রাধা-পক্ষ ছাড়ি’, যে-জন সে-জন,
যে ভাবে সে ভাবে থাকে
আমি তো’ রাধিকা- পক্ষ-পাতী সদা,
কভু নাহি হেরি তা’কে
UPDATED: January 5, 2017