Visva Udita Nama Tapan #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ V
Song Name: Visva Udita Nama Tapan
Official Name: Namastakam Song 3
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
LYRICS:
(১)
বিশ্বে উদিত, নাম-তপন,
অবিদ্যা-বিনাশ লাগি’
ছোড়ত সব, মায়া-বিভব,
সাধু তাহে অনুরাগী
(২)
হরিনাম-প্রভাকর, অবিদ্যা-তিমির-হর,
তোমার মহিমা কেবা জানে
কে হেনো পণ্ডিত-জন, তোমার মাহাত্ম্য-গণ,
উচ্চৈঃ-স্বরে সকল বাখানে
(৩)
তোমার আভাস পহিলহি ভায়
এ ভব-তিমির কবলিত-প্রায়
(৪)
অচিরে তিমির নাশিয়া প্রজ্ঞান
তত্ত্বান্ধ-নয়নে করেন বিধান
(৫)
সেই তো’ প্রজ্ঞান বিশুদ্ধ ভকতি
উপজায় হরি-বিষয়িনী মতি
(৬)
এ অদ্ভুত-লীলা সতত তোমার
ভকতিবিনোদ জানিয়াছে সার
UPDATED: August 14, 2017