Virajar Pare Suddha Paravyoma Dhama #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ V
Song Name: Virajar Pare Suddha Paravyoma Dhama
Official Name: Radhikastakam Song 2
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
LYRICS:
(১)
বিরজার পারে শুদ্ধ-পরব্যোম-ধাম
তদ উপরি শ্রী-গোকুল-বৃন্দারণ্য নাম
(২)
বৃন্দাবন চিন্তামণি, চিদ-আনন্দ-রত্ন-খনি,
চিন্ময় অপূর্ব-দরশন
তহি মাঝে চমত্কার, কৃষ্ণ বনস্পতি সার,
নীল-মণি তমাল যেমোন
(৩)
তাহে এক স্বর্ন-ময়ী, লতা সর্ব-ধাম-জয়ী,
উথিয়াছে পরম-পাবনা
হ্লাদিনী-শক্তির সার, ‘মহাভাব’ নাম যার,
ত্রিভুবন-মোহন-মোহিনী
(৪)
রাধা-নামে পরিচিত, তুষিয়া গোবিন্দ-চিত,
বিরাজয়ে পরম আনন্দে
সেই লতা-পত্র-ফুল, ললিতাদি সখী-কুল,
সবে মিলি’ বৃক্ষে দৃঢ বান্ধে
(৫)
লতার পরশে প্রফুল্ল তমাল
লতা ছাড়ি’ নাহি রহে কোনো কাল
(৬)
তমাল ছড়িয়া লতা নাহি বাঞ্চে
সে লতা মিলন সদা-কাল যাচে
(৭)
ভকতিবিনোদ মিলন দোহার
না চাহে কখোন বিনা কিছু আর
UPDATED: August 15, 2017