Skip to main content

Vibhavari Sesa Aloka Pravesa

·124 words·1 min
kksongs
Author
kksongs
Un-official KKsongs

Vibhavari Sesa Aloka Pravesa
#

http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org

Home Song Lyrics V

Song Name: Vibhavari Sesa

Official Name: Ucchvasa: Ucchvasa Kirtana Nama Kirtana Song 2

Author: Bhaktivinoda Thakura

Book Name: Kalyana Kalpataru

Language: Bengali

LYRICS:

(১)

বিভাবরী শেষ, আলোক-প্রবেশ,

নিদ্রা ছাড়ি’ উঠো জীব

বল হরি হরি, মুকুন্দ মুরারি,

রাম কৃষ্ণ হয়গ্রীব

(২)

নৃসিংহ বামন, শ্রী-মধুসূদন,

ব্রজেন্দ্র-নন্দন শ্যাম

পূতনা-ঘাতন, কৈটভ-শাতন,

জয় দাশরথি-রাম

(৩)

যশোদা দুলাল, গোবিন্দ-গোপাল,

বৃন্দাবন পুরন্দর

গোপী-প্রিয়-জন, রাধিকা-রমণ,

ভুবন -সুন্দর-বর

(৪)

রাবাণান্তকর, মাখন-তস্কর,

গোপী-জন-বস্ত্র-হারী

ব্রজের রাখাল, গোপ-বৃন্দ-পাল,

চিত্ত-হারী বংশী-ধারী

(৫)

যোগীন্দ্র-বন্দন, শ্রী-নন্দ-নন্দন,

ব্রজ-জন-ভয়-হারী

নবীন নীরদ, রূপ মনোহর,

মোহন-বংশী-বিহারী

(৬)

যশোদা-নন্দন, কংস-নিসূদন,

নিকুঞ্জ-রাস-বিলাসী

কদম্ব-কানন, রাস-পরায়ণ,

বৃন্দ-বিপিন-নিবাসী

(৭)

আনন্দ-বর্ধন, প্রেম-নিকেতন,

ফুল-শর-জোজক কাম

গোপাঙ্গনা-গণ, চিত্ত-বিনোদন,

সমস্ত-গুণ-গণ-ধাম

(৮)

যামুন-জীবন, কেলি-পরায়ণ,

মানস-চন্দ্র-চকোর

নাম-সুধা-রস, গাও কৃষ্ণ-যশ

রাখো বচন মন মোর

UPDATED: October 3, 2015