Vacanera Agocara #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ V
Song Name: Vacanera Agocara
Official Name: Song 8
Author: Narottama Dasa Thakura
Book Name: Prema Bhakti Candrika
Language: Bengali
LYRICS:
(১)
বচনের অগোচর, বৃন্দাবন হেন স্থল,
স্বপ্রকাশ প্রেমানন্দ ঘন
যাহাতে প্রকট সুখ, নাহি জরা মৃত্যু দুঃক,
কৃষ্ণ-লীলা-রস অনুক্ষণ
(২)
রাধা-কৃষ্ণ দুহু প্রেম, লক্ষ বাণ যেন হেম,
যাহার হিলোল রস সিন্ধু
চকোর নযন প্রেম, কাম রতি করে ধ্যান,
পিরীতি সুখের দুহু বন্ধু
(৩)
রাধিকা প্রেয়সী-বরা, বাম দিকে মনোহরা,
কনক কেশর কান্তি ধরে
অনুরাগে রক্ত শাড়ী, নীল পট্ট মনোহারী,
মণিময় আভরণ পরে
(৪)
করয়ে লোচন পান, রূপ লীলা দুহু গান,
আনন্দে মগন সহচরী
বেদ বিধি অগোচর, রতন বেদীর পর,
সেব নিতি কিশোর কিশোরী
(৫)
দুর্লভ ভজন হেন, নাহি ভজ হরি কেন?
কি লাগি মরহ ভব বন্ধে
ছাড় অন্য ক্রিয়া কর্ম, নাহি দেখ বেদ ধর্ম,
ভক্তি কর কৃষ্ণ-পদ-দ্বন্দ্ব
(৬)
বিষয় বিষম গতি, নাহি ভজ ব্রজ-পতি
কৃষ্ণচন্দ্র চরণ সুখ সার
স্বর্গ আর অপবর্গ, সংসার নরক ভোগ,
সর্ব নাশ জনম বিকার
(৭)
দেহে না করিহ আস্থা, মরিলে সে যম শাস্তা,
দুঃকের সমুদ্র কর্ম গতি
দেখিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মত যজ,
যুগল চরণে কর রতি
(৮)
জ্ঞান-কাণ্ড, কর্ম কাণ্ড, কেবলি বিষের ভাণ্ড
অমৃত বলিয়া যেবা খায়
নানা যোনি সদা ফিরে, কদর্য ভক্ষণ করে,
তার জন্ম অধঃ পাতে যায়
(৯)
রাধা-কৃষ্ণে নাহি রতি, অন্য দেবে বলে পতি,
প্রেম ভক্তি রীতি নাহি জানে
নাহি ভক্তির সন্ধান, ভরমে করয়ে ধ্যান,
বৃথা তার এ ছার জীবনে
(১০)
জ্ঞান কর্ম করে লোক, নাহি জানে ভক্তি যোগ,
নানা মতে হৈয়া অজ্ঞান
তার কথা নাহি শুনি, পরমার্থ তত্ত্ব জানি,
প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ
(১১)
জগত ব্যাপক হরি, অজ ভব আজ্ঞা-কারী,
মধুর মূরতি লীলা কথা
এই তত্ত্ব জানে যেই, পরম উত্তম সেই,
তার সঙ্গ করিব সর্বথা
(১২)
পরম নাগর কৃষ্ণ, তা’তে হও অতি তৃষ্ণ,
ভজ তারে ব্রজভাব লৈয়া.
রসিক ভকত সঙ্গে, রহিব পিরিতি রঙ্গে,
ব্রজপুরে বসতি করিয়া.
(১৩)
শ্রী গুরু ভকত জন, তাহার চরণে মন,
আরোপিয়া কথা অনুসারে
সখীর সর্বথা মত, হৈয়া তাহার যূথ,
সদাই বিহরে ব্রজপুরে
(১৪)
লীলা রস সদা গান, যুগল কিশোর প্রাণ,
প্রার্থনা করিব অভিলাষ
জীবনে মরণে এই, আর কিছু নাহি চাই
কহে দীন নরোত্তম দাস
UPDATED: July 20, 2016