Skip to main content

Udilo Aruna (Arunodaya Kirtana)

·163 words·1 min
kksongs
Author
kksongs
Un-official KKsongs

Udilo Aruna (Arunodaya Kirtana)
#

http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org

Home Song Lyrics U

Song Name: Udilo Aruna Puraba Bhage

Official Name: Arunodaya Kirtana Song 1

Author: Bhaktivinoda Thakura

Book Name: Gitavali

Language: Bengali

LYRICS:

(১)

উদিল অরুণ পূরব-ভাগে,

দ্বিজ-মণি গোরা অমনি জাগে,

ভকত-সমূহ লৈয়া সাথে,

গেলা নগর-ব্রাজে

(২)

’তাথঈ তাথঈ’ বাজল খোল,

ঘন ঘন তাহে ঝাজের রোল,

প্রেমে ঢল ঢল সোণার অঙ্গ,

চরণে নূপুর বাজে

(৩)

মুকুন্দ মাধব যাদব হরি,

বলেন বল রে বদন ভরি’,

মিছে নিদ-বশে গেল রে রাতি,

দিবস শরীর-সাজে

(৪)

এমন দুর্লভ মানব-দেহ,

পাইয়া কি কর ভাব না কেহ,

এবে না ভজিলে যশোদা-সুত,

চরমে পড়িবে লাজে

(৫)

উদিত তপন হৈলে অস্ত,

দিন গেল বলি’ হৈবে ব্য়স্ত,

তবে ক্য়ানো এবে অলস হয়,

না ভজ হৃদয়-রাজে

(৬)

জীবন অনিত্য় জানহ সার,

তাহে নানা-বিধ বিপদ-ভার,

নামাশ্রয় করি’ জতনে তুমি,

থাকহ আপন কাজে

(৭)

জীবের কল্য়ান-সাধন-কাম,

জগতে আসি’ এ মধুর নাম,

অবিদ্য়া-তিমির-তপন-রূপে,

হৃদ-গগনে বিরাজে

(৮)

কৃষ্ণ-নাম-সুধা করিয়া পান,

জুড়াও ভকতিবিনোদ-প্রাণ,

নাম বিনা কিছু নাহিক আর,

চৌদ্দ-ভুবন-মাঝে

UPDATED: October 7, 2015