Tuwa Pade E Minoti Mor #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ T
Song Name: Tuwa Pade E Minoti Mor
Official Name: Dainya Song 6
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
(প্রভু হে!) তুয়া পদে এ মিনতি মোর
তুয়া পদ-পল্লব, ত্যজত মরু-মন,
বিষম বিষয়ে ভেল ভর
(২)
উঠয়িতে তাকত, পুন নাহি মিলো-ই,
অনুদিন করহুঁ হুতাশ
দীন-জন-নাথ, তুহুঁ কহায়সি,
তুমারি চরণ মম আশ
(৩)
ঐছন দীন-জন, কহি নাহি মিলো-ই,
তুহুঁ মোরে কর পরসাদ
তুয়া জন-সঙ্গে, তুয়া কথা-রঙ্গে,
ছাডহুঁ সকল পরমাদ
(৪)
তুয়া ধাম-মাহে, তুয়া নাম গাওত,
গঙায়বুঁ দিবা-নিশি আশ
তুয়া পদ-ছায়া, পরম সুশীতল,
মাগে ভকতিবিনোদ দাস
UPDATED: January 4, 2017