Tumi To Maribe Jare #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ T
Song Name: Tumi To Maribe Jare
Official Name: Avasya Raksibe Krsna Visvasa Palana Song 2
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
তুমি তো’ মারিবে যারে, কে তারে রাখিতে পারে,
ইচ্ছা-বশ ত্রিভুবন
ব্রহ্মা-আদি দেব-গণ, তব দাস অগনণ,
করে তব আজ্ঞার পালন
(২)
তব ইচ্ছা-মতে যত, গ্রহ-গণ অবিরত,
শুভাশুভ ফল করে দান
রোগ-শোক-মৃতি-ভয়, তব ইচ্ছা-মতে হয়,
তব আজ্ঞা সদা বলবান
(৩)
তব ভয়ে বায়ু বয়, চন্দ্র সূর্য সমুদয়,
স্ব-স্ব নিয়মিত কর্য করে
তুমি তো’ পরমেশ্বর, পর-ব্রহ্ম পরাত্পর,
তব বাস ভকত-অন্তরে
(৪)
সদা-শুদ্ধ সিদ্ধ-কাম, ‘ভকত-বত্সল’ নাম,
ভকত-জনের নিত্য-স্বামী
তুমি তো’ রাখিবে যারে, কে তারে মারিতে পারে,
সকল বিধির বিধি তুমি
(৫)
তোমার চরণে নাথ! করিয়াছে প্রনিপাত,
ভকতিবিনোদ তব দাস
বিপদ হৈতে স্বামী! অবশ্য তাহারে তুমি,
রক্ষিবে,-তাহার এ বিশ্বাস
UPDATED: January 6, 2017