Tomare Bhuliya #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ T
Song Name: Tomare Bhuliya
Official Name: Bhajana Lalasa Song 8
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
হরি হে!
তোমারে ভুলিয়া, অবিদ্যা-পীড়ায়,
পীড়িত রসনা মোর
কৃষ্ণ-নাম-সুধা, ভাল নাহি লাগে,
বিষয়-সুখতে ভর
(২)
প্রতি-দিন যদি, আদর করিয়া,
সে নাম কীর্তন করি
সিতপল যেন, নাশি’ রোগ-মূল,
ক্রমে স্বাদু হয়, হরি!
(৩)
দুর্দৈব আমার, সে নামে আদর,
না হৈল, দয়াময়!
দশ অপরাধ, আমার দুর্দৈব,
কেমনে হৈবে ক্ষয়
(৪)
অনুদিন যেন, তব নাম গাই,
ক্রমেতে কৃপায় তব
অপরাধ যা’বে, নামে রুচি হ’বে,
আস্বাদিব নামাসব
UPDATED: January 5, 2017