Tatala Saikate #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ T
Song Name: Tatala Saikate
Official Name: Kahe Visayi Mana
Author: Vidyapati
Book Name: None
Language: Maithili
LYRICS:
(১)
তাতল সৈকতে বারি-বিন্দু-সম
সুত-মিত-রমণি-সমাজে
তোহে বিসরি মন, তাহে সমর্পল
অব মঝু হব কন কাজে
(২)
মাধব! হম পরিণাম নিরাশা
তুহুঁ জগ-তারণ দীন দয়া ময়
অতয়ে তোহারি বিশয়াসা
(৩)
আধ জনম হম নিন্দে গয়ায়ুলুঁ
যরা শিশু কত-দিন গেলা
নিধুবনে রমণী রস রঙ্গে মাতল
তোহে ভজব কন বেলা
(৪)
কত চতুরানন মরি মরি যাওত
ন তুয়া আদি অবসানা
তোহে জনম পুন তোহে সমাওত
সাগর লহরী সমানা
(৫)
ভণয়ে বিদ্যাপতি শেষ শমন ভয়
তুয়া বিনা গতি নাহি আরা
আদি অনাদিক নাথ কহায়সি
ভব তারণ ভার তোহারা
UPDATED: January 24, 2017