Suno Mor Duhkher Kahini #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ S
Song Name: Suno Mor Duhkher Kahini
Official Name: Dainya Song 5
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
(প্রভু হে!) শুন মোর দুঃখের কাহিনী
বিষয়-হলাহল, সুধা-ভানে পিয়লুঁ,
আব অবসান দিনমণি
(২)
খেলা-রসে শৈশব, পঢ়ৈতে কৈশোর,
গঙাওলুঁ, না ভেল বিবেক
ভোগ-বশে যৌবনে, ঘর পাতি’ বসিলুঁ,
সুত-মিত বাঢ়ল অনেক
(৩)
বৃদ্ধ-কাল আওল, সব সুখ ভাগল,
পীড়া-বশে হৈনু কাতর
সর্বেন্দ্রিয় দুর্বল, ক্ষীন কলেবর,
ভোগাভাবে দুঃখিত অন্তর
(৪)
জ্ঞান-লব-হীন, ভক্তি-রসে বঞ্ছিত,
আর মোর কি হবে উপায়
পতিত-বন্ধু, তুহুঁ, পতিতাধম হাম,
কৃপায় উঠাও তব পায়
(৫)
বিচারিতে আবহি, গুন নাহি পাওবি,
কৃপা কর, ছোড়ত বিচার
তব পদ-পঙ্কজ- সীধু পিবাওতো,
ভকতিবিনোদ কর পার
UPDATED: January 4, 2017