Sanga Dosa Sunya #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ S
Song Name: Sanga Dosa Sunya
Official Name: Bhajana Lalasa Song 5
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
হরি হে!
সঙ্গ-দোষ-শূন্য, দীক্ষিতাদীক্ষিত,
যদি তব নাম গা’য়
মানসে আদর, করিব তাহারে,
জানি’ নিজ-জন তায়
(২)
দীক্ষিত হৈয়া, ভজে তুয়া পদ,
তাহারে প্রনতি করি
অনন্য-ভজনে, বিজ্ঞ যেই জন,
তাহারে সেবিব, হরি!
(৩)
সর্ব-ভূতে সম, যে ভক্তের মতি,
তাহার দর্শনে মানি
আপনাকে ধন্য, সে সঙ্গ পাইয়া,
চরিতার্থ হৈলুঁ জানি
(৪)
নিষ্কপট-মতি, বৈষ্ণবের প্রতি,
এই ধর্ম কবে পা’ব
কবে সংসার- সিন্ধু-পার হ’য়ে,
তব ব্রজ-পুরে যা’ব
UDPATED: January 5, 2017