Sacira Angane Kabhu #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ S
Song Name: Sacira Angane Kabhu
Official Name: Prasad Sevaya Song 3
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
LYRICS:
(১)
ভাই-রে!
শচীর অঙ্গনে কভু, মাধবেন্দ্র-পুরী প্রভু,
প্রসাদান্ন করেন ভোজন
খাইতে খাইতে তা’র, আইল প্রেম সুদুর্বার,
বলে, শুন সন্ন্যাসীর গণ
(২)
মোচা-ঘন্ট ফুল-বড়ি, দালি-দাল্না-চচ্চড়ি,
শচী-মাতা করিল রন্ধন
তা’র শুদ্ধা ভক্তি হেরি’, ভোজন করিল হরি,
সুধা-সম এ অন্ন-ব্যঞ্জন
(৩)
যোগে যোগী পায় যাহা, ভোগে আজ হ’বে তাহা,
‘হরি’ বলি’ খাও সবে ভাই
কৃষ্ণএর প্রসাদ-অন্ন, ত্রি-জগত করে ধন্য,
ত্রিপুরারি নাচে যাহা পাই’
UPDATED: June 16, 2017