Rasika Nagari Gana Siromani #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ R
Song Name: Rasika Nagari Gana Siromani
Official Name: Radhikastakam Song 4
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
LYRICS:
(১)
রসিক নাগরী- গণ-শিরোমণি,
কৃষ্ণ-প্রেমে সরহংসী
বৃষভানু-রাজ, শুদ্ধ কল্প-বল্লী,
সর্ব-লক্ষ্মী-গণ-অংশী
(২)
রক্ত পট্ট-বস্ত্র, নিতম্ব-উপরি,
ক্ষুদ্র ঘন্টি দুলে তা’য়
কুচ-যুগোপরি, দুলি’ মুক্তা-মালা,
চিত্ত-হারী শোভা পায়
(৩)
সরসিজ-বর-কর্নিকা-সমান,
অতিশয় কান্তিমতী
কৈশোর অমৃত, তারুন্য-কর্পূর,
মিশ্র-স্মিতাধরা সতী
(৪)
বনান্তে আগত, ব্রজ-পতি-সুত,
পরম-চঞ্চল-বরে
হেরি’ শঙ্কাকুল, নয়ন-ভঙ্গিতে,
আদরেতে স্তব করে
(৫)
ব্রজের মহিলা-গণের পরান,
যশোমতী-প্রিয়-পাত্রী
ললিত ললিতা-স্নেহেতে প্রফুল্ল-
শরীরা ললিত-গাত্রী
(৬)
বিশাখার সনে, বন-ফুল তুলি’,
গাঁথে বৈজয়ন্তী মালা
সকল-শ্রেয়সী, কৃষ্ণ-বক্ষঃ-স্থিত,
পরম-প্রেয়সী বালা
(৭)
স্নিগ্ধ বেনু-রবে, দ্রুত-গতি যাই’,
কুঞ্জে পেয়ে নট-বরে
হসিত-নয়নী, নম্র-মুখী সতী,
কর্ণ কণ্ডূয়ন করে
(৮)
স্পর্শিয়া কমল, বায়ু সু-শীতল,
করে যবে কুণ্ড-নীর
নিদাঘে তথায়, নিজ-গণ সহ,
তুষয় গোকুল-বীর
(৯)
ভকতিবিনোদ, রূপ-রঘুনাথে,
কহয়ে চরণ ধরি’
হেনো রাধা-দাস্য, সুধীর-সম্পদ,
কবে দিবে কৃপা করি’
UPDATED: August 15, 2017