Ramani Siromani #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ R
Song Name: Ramani Siromani
Official Name: Radhikastakam Song 3
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
LYRICS:
(১)
রমণী-শিরোমণি, বৃষভানু-নন্দিনী,
নীল-বসন-পরিধান
ছিন্ন-পুরট যিনি’, বর্ন-বিকাশিনী,
বদ্ধ-কবরী হরি-প্রান
(২)
আভরণ-মণ্ডিত, হরি-রস-পণ্ডিত,
তিলক-শুসোভিত-ভালা
কঞ্চুলিকাচ্ছাদিতা, স্তন-মণি-মণ্ডিতা,
কজ্জল-নয়নী রসালা
(৩)
সকল ত্যজিয়া সে রাধা-চরণে
দাসী হ’য়ে ভজ পরম-যতনে
(৪)
সৌন্দর্য-কিরন দেখিয়া যাঁহার
রতি-গৌরী-লীলা গর্ব-পরিহার
(৫)
শচী-লক্ষ্মী-সত্য সৌভাগ্য বলনে
পরাজিত হয় যাঁহার চরণে
(৬)
কৃষ্ণ-বশীকারে চন্দ্রাবলী-আদি
পরাজয় মানে হইয়া বিবাদী
(৭)
হরি-দয়িত রাধা-চরণ প্রয়াসী
ভকতিবিনোদ শ্রী-গোদ্রুম-বাসী
UPDATED: August 15, 2017