Ragera Bhajana Patha #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ R
Song Name: Ragera Bhajana Patha
Official Name: Song 5
Author: Narottama Dasa Thakura
Book Name: Prema Bhakti Candrika
Language: Bengali
LYRICS:
(১)
রাগের ভজন পথ, কহি এবে অভিমত,
লোক বেদ সার এই বাণী
সখীর অনুগা হৈয়া, ব্রজে সিদ্ধ দেহ পাইয়া,
এই ভাবে জুড়াবে পরাণি
(২)
রাধিকার সখী যত , তাহা বা কহিব কত,
মুখ্য সখী করিব গণন
ললিতা বিশাখা তথা, চিত্রা চম্পকলতা
রঙ্গদেবী সুদেবী কথন
(৩)
তুঙ্গবিদ্যা ইন্দুরেখা, এই অষ্ট সখী লেখা,
এবে কহি নর্ম সখীগণ
রাধিকার সহচরী, প্রিয় প্রেষ্ঠ নাম ধরি,
প্রেম সেবা করে অনুক্ষণ
(৪)
সম স্নেহা বিষম স্নেহা, না করিহ দুই লেহা
কহি মাত্র অধিক স্নেহা-গণ
নিরন্তর থাকে সঙ্গে, কৃষ্ণ কথা লীলা রঙ্গে
নর্ম সখী এই সব জন
(৫)
শ্রী রূপ মঞ্জরী সার, শ্রী রতি মঞ্জরী আর,
লবঙ্গ মঞ্জরী মঞ্জুলালী.
শ্রী রস মঞ্জরী সঙ্গে, কস্তুরিকা আদি রঙ্গে,
প্রেম সেবা করে কুতূহলে
(৬)
এ সভার অনুগা হৈয়া, প্রেম সেবা নিব চাইয়া,
ইঙ্গিতে বুঝিব সব কাজ.
রূপে গুণে ডগমগি, সদা হব অনুরাগী,
বসতি করিব সখীর মাঝ
(৭)
বৃন্দাবনে দুই জন, চতুর-দিকে সখীগণ
সময় বুঝিব রস সুখে
সখীর ইঙ্গিতে হবে, চামর ঢুলাব কবে,
তাম্বূল যোগাব চাঙ্দ মুখে
(৮)
যুগল চরণ সেবি, নিরন্তর এই ভাবি,
অনুরাগী থাকিব সদায়.
সাধন ভাবিব যাহা, সিদ্ধ-দেহে পাব তাহা
রাগ পথের এই সে উপায়
(৯)
সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তাহা পাই,
পক্কাপক্ক মাত্র সে বিচার
অপক্কে সাধন রীতি, পাকিলে সে প্রেম-ভক্তি,
ভকতি লক্ষণ তত্ত্ব সার
(১০)
নরোত্তম দাসে কয়, এই যেন মোর হয়,
ব্রজপুরে অনুরাগে বাস.
সখীগণ গণনাতে, আমারে লিখিবে তাতে,
তব হি পূরব অভিলাষ
(১১)
সখীনাং সঙ্গিনী রূপাম আত্মানাং বাসনাময়ীম
আজ্ঞা সেবাপরাং তত তদ রূপালঙ্কার ভূষিতাম
(১২)
কৃষ্ণং স্মরন জনং চাস্য প্রেষ্ঠং নিজ সমীহিতম
তত তত কথা রতশ চাসৌ কুর্যাদ বাসং ব্রজে সদা
UPDATED: July 20, 2016