Radha Bhajane Jadi Mati #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ R
Song Name: Radha Bhajane Jadi Mati
Official Name: Radhikastakam Song 8
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
LYRICS:
(১)
রাধ-ভজনে যদি মতি নাহি ভেলা
কৃষ্ণ-ভজন তব অকারণ গেলা
(২)
আতপ-রহিত সূরয় নাহি জানি
রাধা-বিরহিত মাধব নাহি মানি
(৩)
কেবল মাধব পূজয়ে সো অজ্ঞানী
রাধা অনাদর করই অভিমানী
(৪)
কবঁহি নাহি করবি তাঁহর সঙ্গ
চিত্তে ইচ্ছসি যদি ব্রজ-রস-রঙ্গ
(৫)
রাধিকা-দাসী যদি হয় অভিমান
শীঘ্রই মিলই তব গোকুল-কান
(৬)
ব্রহ্মা, শিব, নারদ, শ্রুতি, নারায়নী
রাধিকা-পদ-রজ পূজয়ে মানি’
(৭)
উমা, রমা, সত্যা, শচী, চন্দ্রা, রুক্মিনী
রাধ-অবতার সবে,আম্নায়-বানী
(৮)
হেন রাধা-পরিচর্যা জাঙ্কর ধন
ভকতিবিনোদ তা’র মাগয়ে চরণ
UPDATED: August 15, 2017