Preme Ghurnita Nayana Purnita #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ P
Song Name: Preme Ghurnita Nayana Purnita
Official Name: Nityanandastakam
Author: Krsnadasa Kaviraja
Book Name: None
Language: Bengali
LYRICS:
(১)
প্রেমে ঘূর্ণিত, নয়ন পূর্ণিত, চঞ্চল মৃদু-গতি-নিন্দিতং
বদন-মণ্ডল, চাঁদ নিরমল, বচন অমৃত-খণ্ডিতম
অসীম গুণ-গণে, তারিলে জগ-জনে, মোহে কাহে কুরু বঞ্চিতং
জয়তি জয়, বসু-জাহ্নব-প্রিয়, দেহি মে স্ব-পদান্তিকম
(২)
মিহির-মণ্ডল, শ্রবণে-কুণ্ডল, গণ্ড-মণ্ডলে দোলিতং
কিয়ে নিরুপম, মালতীর দাম, অঙ্গে অনুপম-শোভিতম
মধুর-মধু-মদে, মত্ত মধুকর, চারু চৌদিকে চুম্বিতং
জয়তি জয়, বসু-জাহ্নব-প্রিয়, দেহি মে স্ব-পদান্তিকম
(৩)
আজানুলম্বিত, বাহু-সুবলিত, মত্ত-করিবর-নিন্দিতং
ভায়া ভায়া বকি, গভীর ডাকই, করু দশ-দিক ভেদিতম
অমর কিন্নর, নাগ-নর-লোক, সর্ব-চিত্ত সুদর্শিতং
জয়তি জয়, বসু-জাহ্নব-প্রিয়, দেহি মে স্ব-পদান্তিকম
(৪)
ক্ষণে হুহুঙ্কৃত, লম্ফ ঝম্ফ কৃত, মেঘ নিন্দিত-গর্জিতং
সিংহ-ডমরু, ক্ষীণ কটিতট, নীল-পট্ট-বাস-শোভিতম
সো পঁহু ধুনী-তীরে, সঘনে ধাবই, চরণ ভরে মহী কম্পিতং
জয়তি জয়, বসু-জাহ্নব-প্রিয়, দেহি মে স্ব-পদান্তিকম
(৫)
অবনী-মণ্ডল, প্রেমে বাদল, করল অবধৌত ধাবিতং
তাপী দীন হীন, তার্কিক দুর্জ্জন, কেহ না ভেল বঞ্চিতম
শ্রী-পদ-পল্লব, মধুর-মধুরী, ভজত ভ্রমর-সুখপীতং
জয়তি জয়, বসু-জাহ্নব-প্রিয়, দেহি মে স্ব-পদান্তিকম
(৬)
ও মণি-মঞ্জীর, চারু তরলিত, মধুর মধুর সুনাদিতং
অতুল রাতুল, যুগল পদ-তল, অমল-কমল-সুরাজিতম
তেজিয়া অমর, অবনী হিমকর, নিতাই-পদ-নখ শোভিতং
জয়তি জয়, বসু-জাহ্নব-প্রিয়, দেহি মে স্ব-পদান্তিকম
(৭)
যাঁহার ভয়ে, কলি-ভুজগ, ভাগল ভেল সভে হর্ষিতং
অপন-কিরণে জনু, তিমির নাশই, তৈছে কমল-সুরাজিতম
দুরিত-ভয়ে ক্ষিতি, অবহি আতুর, ভার তার করু নাশিতং
জয়তি জয়, বসু-জাহ্নব-প্রিয়, দেহি মে স্ব-পদান্তিকম
(৮)
ঈষত হসইতে, ঝলকে দামিনী, কামিনী-গণ মন মোহিতং
সো পাঁহু ধুনী-তীরে, না জানি কার ভাবে, আবনী উপরে গিরিতম
বচন বলইতে, অধর কম্পই, বাহু তুলি ক্ষণে রোদিতং
জয়তি জয়, বসু-জাহ্নব-প্রিয়, দেহি মে স্ব-পদান্তিকম
UPDATED: January 28, 2017