Prapance Poriya Agati #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ P
Song Name: Prapance Poriya Agati
Official Name: Bhajana Lalasa Song 1
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
হরি হে!
প্রপঞ্চে পড়িয়া, অগতি হৈয়া,
না দেখি উপায় আর
অগতির গতি, চরণে শরণ,
তোমায় করিনু সার
(২)
করম গেয়ান, কিছু নাহি মোর,
সাধন ভজন নাই
তুমি কৃপা-ময়, আমি তো’ কাঙ্গাল,
অহৈতুকী কৃপা চাই
(৩)
বাক্য-মন-বেগ, ক্রোধ-জিহ্বা-বেগ,
উদর-উপস্থ-বেগ
মিলিয়া এ সব, সংসারে ভাসা’য়ে,
দিতেছে পরমোদ্বেগ
(৪)
অনেক যতনে, সে সব দমনে,
ছাড়িয়াছি আশা আমি
অনাথের নাথ! ডাকি তব নাম,
এখন ভরসা তুমি
UPDATED: January 5, 2017