Pranam Tomay Ghana-Syam #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ P
Song Name: Pranam Tomay Ghana-Syam
Official Name: None
Author: Anonymous
Book Name: None
Language: Bengali
LYRICS:
(অস্থযি)
প্রণাম তোমায় ঘন-শ্যাম
(১)
তোমার চরণ শরণ করি
অভয় এই বার হ’ব হরি
দুঃখ সাগর যাব তোরি
তোরি করি তোমার নাম
(২)
আমরা পড়ি ঘুমায় প্রভু
তোমার নিত্য জাগরন
ক্ষনে ক্ষনে ঘটাও যে ভূল
চক্ষে মোদের আবরণ
(৩)
সেই আবরণ ঘুচাও হরি
দারাও যুগাল মূর্তি ধরি
দেখি তোমায় নয়ন ভরি
পূর্ণ করি মনুশ্কাম
LYRICS: November 24, 2015