Parama Karuna #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ P
Song Name: Parama Karuna Pahu Dui Jana
Official Name: Sri Gaura Nityananda Daya
Author: Locana Dasa Thakura
Book Name: Dhamali
Language: Bengali
LYRICS:
(১)
পরম করুণ, পহূ দুই জন
নিতাই গৌরচন্দ্র
সব অবতার-সার শিরোমণি
কেবল আনন্দ-কন্দ
(২)
ভজ ভজ ভাই, চৈতন্য নিতাই
সুদৃঢ বিশ্বাস করি
বিষয় ছাড়িয়া, সে রসে মজিয়া,
মুখে বল হরি হরি
(৩)
দেখ ওরে ভাই, ত্রি-ভুবনে নাই,
এমন দয়াল দাতা
পশু পাখী ঝুরে, পাষাণ বিদরে,
শুনি’ যাঁর গুণ-গাথা
(৪)
সংসারে মজিয়া, রহিলি পড়িয়া,
সে পদে নহিল আশ
আপন করম, ভুঞ্জায়ে শমন,
কহয়ে লোচন-দাস
UPDATED: October 6, 2015