Ohe! Vaisnava Thakura Doyara Sagara #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ O
Song Name: Ohe Vaisnava Thakura
Official Name: Bhajana Lalasa Song 7
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
ওহে! বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর,
এ দাসে করুণা করি’
দিয়া পদ-ছায়া, শোধো হে আমায়,
তোমার চরণ ধরি
(২)
ছয় বেগ দমি’, ছয় দোষ শোধি’,
ছয় গুণ দেহো’ দাসে
ছয় সত-সঙ্গ, দেহো’ হে আমারে,
বশেছি সঙ্গের আশে
(৩)
একাকী আমার, নাহি পায় বল,
হরি-নাম-সঙ্কীর্ত্তনে
তুমি কৃপা করি’, শ্রদ্ধা-বিন্দু দিয়া,
দেহো’ কৃষ্ণ-নাম-ধনে
(৪)
কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পার,
তোমার শকতি আছে
আমি তো’ কাঙ্গল, ’কৃষ্ণ’ ’কৃষ্ণ’ বলি’,
ধাই তব পাছে পাছে
UPDATED: October 7, 2015