Nivedana Kori Prabhu Tomar Carane #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ N
Song Name: Nivedana Kori Prabhu Tomar Carane
Official Name: Atma Nivedana Song 7
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS
(১)
নিবেদন করি প্রভু! তোমার চরণে
পতিত অধম আমি, জানে ত্রি-ভুবনে
(২)
আমা-সম পাপী নাহি জগত-ভিতরে
মম সম অপরাধী নাহিক সংসারে
(৩)
সেই সব পাপ আর অপরাধ, আমি
পরিহারে পাই লজ্জা, সব জান’ তুমি
(৪)
তুমি বিনা কা’র আমি লৈব শরণ?
তুমি সর্বেশ্বরেশ্বর, ব্রজেন্দ্র-নন্দন!
(৫)
জগত তোমার নাথ! তুমি সর্ব-ময়
তোমা প্রতি অপরাধ তুমি কর’ ক্ষয়
(৬)
তুমি তো’ স্খলিত-পদ জনের আশ্রয়
তুমি বিনা আর কিবা আছে, দয়া-ময়!
(৭)
সেই-রূপ তব অপরাধী জন যত
তোমার শরণাগত হৈবে সতত
(৮)
ভকতিবিনোদ এবে লৈয়া শরণ
তুয়া পদে করে আজ আত্ম-সমর্পণ
UPDATED: January 6, 2017