Na Korolun Karama #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ N
Song Name: Na Korolun Karama
Official Name: Atma Nivedana Song 1
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
না করলুঁ করম, গেয়ান নাহি ভেল,
না সেবিলুঁ চরণ তোহার
জড়-সুখে মাতিয়া, আপনকু বঞ্চ-ই,
পেখহুঁ চৌদিশ আন্ধিয়ার
(২)
তুহুঁ নাথ! করুণা-নিদান
তুয়া পদ-পঙ্কজে, আত্ম সমর্পিলুঁ,
মোরে কৃপা করবি বিধান
(৩)
প্রতিজ্ঞা তোহার ঐ, যো হি শরণাগত,
নাহি সো জানব পরমাদ
সো হাম দুষ্কৃতি, গতি না হের-ই আন,
আব মাগোঁ তুয়া পরসাদ
(৪)
আন মনো-রথ, নিঃশেষ ছোড়ত,
কব হাম হৌবুঁ তোহারা
নিত্য-সেব্য তুহুঁ, নিত্য-সেবক মুঞি,
ভকতিবিনোদ ভাব সারা
UPDATED: January 6, 2017