Skip to main content

Nagare Nagare Gora Gay

·212 words·1 min
kksongs
Author
kksongs
Un-official KKsongs

Nagare Nagare Gora Gay
#

http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org

Home Song Lyrics N

Song Name: Nagare Nagare Gora Gay

Official Name: Sri Krsnaer Vimsottara-Sata-Nama Song 1

Author: Bhaktivinoda Thakura

Book Name: Gitavali

Language: Bengali

LYRICS:

(ধ্রুব পদ:)  নগরে নগরে গরা গায়

(১)

যশোমতী-স্তন্য-পায়ী শ্রী-নন্দ-নন্দন

ইন্দ্র-নীল-মণি ব্রজ-জনের জীবন

(২)

শ্রী-গোকুল-নিশাচরী-পূতনা-ঘাতন

দুষ্ট-তৃনাবর্ত-হন্তা শকট-ভঞ্জন

(৩)

নবনীত-চোর দধি-হরণ-কুশল

যমল-অর্জুন-ভঞ্জী গোবিন্দ গোপাল

(৪)

দামোদর বৃন্দাবন-গো-বত্স-রাখাল

বত্সাসুরান্তক হরি নিজ-জন-পাল

(৫)

বক-শত্রু অঘ-হন্তা ব্রহ্ম-বিমোহন

ধেনুক-নাশন কৃষ্ণ কালিয়-দমন

(৬)

পীতাম্বর শিখি-পিচ্ছ-ধারী বেনু-ধর

ভাণ্ডীর-কানন-লীলা দাবানল-হর

(৭)

নটবর গুহাচর শরত-বিহারী

বল্লবী-বল্লভ দেব গোপী-বস্ত্র-হারী

(৮)

যজ্ঞ-পত্নী-গণ-প্রতি করুনার সিন্ধু

গোবর্ধন-ধৃক মাধব ব্রজ-বাসী-বন্ধু

(৯)

ইন্দ্র-দর্প-হারী নন্দ-রক্ষিতা মুকুন্দ

শ্রী-গোপী-বল্লভ রস-ক্রীড পূর্নানন্দ

(১০)

শ্রী-রাধা-বল্লভ রাধা-মাধব সুন্দর

ললিতা-বিশাখা-আদি সখী-প্রানেশ্বর

(১১)

নব-জলধর-কান্তি মদন-মোহন

বন-মালী স্মের-মুখ গোপী-প্রান-ধন

(১২)

ত্রি-ভঙ্গী মুরলী-ধর যমুনা-নাগর

রাধা-কুণ্ড-রঙ্গ-নেতা রসের সাগর

(১৩)

চন্দ্রাবলী-প্রান-নাথ কৌতুকাভিলাষী

রাধা-মান-সুলম্পট মিলন-প্রয়াসী

(১৪)

মানস-গঙ্গার দানী প্রসূন-তস্কর

গোপী-সহ হঠ-কারী ব্রজ-বনেশ্বর

(১৫)

গোকুল-সম্পদ গোপ-দুঃখ-নিবারণ

দুর্মদ-দমন ভক্ত-সন্তাপ-হরণ

(১৬)

সুদর্শন-মোচন শ্রী-শঙ্খ-চূড়ান্তক

রামানুজ শ্যাম-চান্দ মুরলী-বাদক

(১৭)

গোপী-গীত-শ্রোতা মধু-সূদন মুরারি

অরিষ্ট-ঘাতক রাধা-কুণ্ডাদি-বিহারী

(১৮)

ব্যোমান্তক পদ্ম-নেত্র কেশি-নিসূদন

রঙ্গ-ক্রীড কংস-হন্তা মল্ল-প্রহরণ

(১৯)

বসুদেব-সুত বৃষ্ণৈ-বংশ-কীর্তি-ধ্বজ

দীন-নাথ মথুরেশ দেবকী-গর্ভ-জ

(২০)

কুব্জা-কৃপাময় বিষ্নু শৌরি নারায়ন

দ্বারকেশ নরক-ঘ্ন শ্রী-যদু-নন্দন

(২১)

শ্রী-রুক্মিনী-কান্ত সত্যা-পতি সুর-পাল

পাণ্ডব-বান্ধব শিশুপালাদির কাল

(২২)

জগদীশ জনার্দন কেশবার্ত-ত্রান

সর্ব-অবতার-বীজ বিশ্বের নিদান

(২৩)

মায়েশ্বর যোগেশ্বর ব্রহ্ম-তেজাধার

সর্বাত্মার আত্মা প্রভু প্রকৃতির পার

(২৪)

পতিত-পাবন জগন্নাথ সর্বেশ্বর

বৃন্দাবন-চন্দ্র সর্ব-রসের আকর

(২৫)

নগরে নগরে গোরা গায়

ভকতিবিনোদ তছু পায়

UPDATED: July 4, 2017