Nadiya Nagare Nitai Nece Nece Gay Re #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ N
Song Name: Nadiya Nagare Nitai Nece Nece Gay Re
Official Name: Sriman Mahaprabhur Sata-Nama Song 1
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
LYRICS:
(ধ্রুব পদ) নদীয়া-নগরে নিতাই নেচে’ নেচে’ গায় রে
(১)
জগন্নাথ-সুত মহাপ্রভু বিশ্বম্ভর
মায়াপুর-শশী নবদ্বীপ-সুধাকর
(২)
শচী-সুত গৌরহরি নিমাই-সুন্দর
রাধা-ভাব-কান্তি-আচ্ছাদিত নটবর
(৩)
নামানন্দ চপল বালক মাতৃ-ভক্ত
ব্রহ্মাণ্ড-বদন তর্কী কৌতুকানুরক্ত
(৪)
বিদ্যার্থি-উড়ুপ চৌর-দ্বয়ের মোহন
তৈর্থিক-সর্বস্ব গ্রাম্য-বালিকা-ক্রীডন
(৫)
লক্ষ্মী-প্রতি বর-দাতা উদ্ধত বালক
শ্রী-শচীর পতি-পুত্র-শোক-নিবারক
(৬)
লক্ষ্মী-পতি পূর্ব-দেশ-সর্ব-ক্লেশ-হর
দিগ্বিজয়ি-দর্প-হারী বিষ্নু-প্রিয়েশ্বর
(৭)
আর্য-ধর্ম-পাল পিতৃ-গয়া পিণ্ড-দাতা
পুরী-শিষ্য মধ্বাচার্য-সম্প্রদায়-পাতা
(৮)
কৃষ্ণ-নামোন্মত্ত কৃষ্ণ-তত্ত্ব-অধ্যাপক
নাম-সঙ্কীর্তন-যুগ-ধর্ম-প্রবর্তক
(৯)
অদ্বৈত-বান্ধব শ্রীনিবাস-গৃহ-ধন
নিত্যানন্দ-প্রান গদাধরের জীবন
(১০)
অন্তর্দ্বীপ-শশধর সীমন্ত-বিজয়
গোদ্রুম-বিহারী মধ্যদ্বীপ-লীলাশ্রয়
(১১)
কোলদ্বীপ-পতি ঋতুদ্বীপ-মহেশ্বর
জহ্নু-মোদদ্রুম-রুদ্রদ্বীপের ঈশ্বর
(১২)
নব-খণ্ড-রঙ্গনাথ জাহ্নবী-জীবন
জগাই-মাধাই-আদি দুর্বৃত্ত-তারণ
(১৩)
নগর-কীর্তন-সিংহ কাজী-উদ্ধারণ
শুদ্ধ-নাম-প্রচারক ভক্তার্তি-হরণ
(১৪)
নারায়নী-কৃপা-সিন্ধু জীবের নিয়ন্তা
অধম-পডুয়া-দণ্ডী ভক্ত-দোষ-হন্তা
(১৫)
শ্রী-কৃষ্ণ-চৈতন্য-চন্দ্র ভারতী-তারণ
পরিব্রজ-শিরোমণি উত্কল-পাবন
(১৬)
অম্বু-লিঙ্গ-ভুবনেশ-কপোতেশ-পতি
খীর-চোর-গোপাল-দর্শন-সুখী যতি
(১৭)
নির্দণ্ডি-সন্ন্যাসী সার্বভৌম-কৃপাময়
স্বানন্দ-আস্বাদানন্দী সর্ব-সুখাশ্রয়
(১৮)
পুরট-সুন্দর বাসুদেব-ত্রান-কর্তা
রামানন্দ-সখা ভট্ট-কুল-ক্লেশ-হর্তা
(১৯)
বৌদ্ধ-জৈন-মায়াবাদি-কুতর্ক-খণ্ডন
দক্ষিন-পাবন ভক্তি-গ্রন্থ-উদ্ধারণ
(২০)
আলাল-দর্শনানন্দী রথাগ্র-নর্তক
গজপতি-ত্রান দেবানন্দ-উদ্ধারক
(২১)
কুলিয়া-প্রকাশে দুষ্ট পডুয়ার ত্রান
রূপ-সনান্তন-বন্ধু সর্ব-জীব-প্রান
(২২)
বৃন্দাবনানন্দ-মূর্তি বলভদ্র-সঙ্গী
যবন-উদ্ধারী ভট্ট-বল্লভের রঙ্গী
(২৩)
কাশীবাসি-সন্ন্যাসী-উদ্ধারী প্রেম-দাতা
মর্কট-বৈরাগী-দণ্ডী আ-চণ্ডাল-ত্রাতা
(২৪)
ভক্তের গৌরব-কারী ভক্ত-প্রান-ধন
হরিদাস-রঘুনাথ-স্বরূপ-জীবন
(২৫)
গোদ্রুম-পতি গোর নিতাই-জীবন
বৃন্দাবন-ভাব-বিভোর অদ্বৈতের ধন
(২৬)
গদাধর-প্রাণ, স্রীবাস-শরণ,
কৃষ্ণ-ভক্ত-মানস-চোর কলি-যুগ-পাবন
(২৭)
নদীয়া-নগরে নিতাই নেচে’ নেচে’ গায় রে
ভকতিবিনোদ তা’র পড়ে রঙ্গ-পায় রে
UPDATED: July 3, 2017