Nace Gaura Preme Bhora #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ N
Song Name: Nace Gaura Preme Bhora
Official Name: None
Author: Krsna Dasa
Book Name: None
Language: Bengali
LYRICS:
(১)
নাচে গোরা প্রেমে ভরা
ক্ষণে বলে হরি হরি
ক্ষণে বৃন্দাবন করয়ে স্মরণ
ক্ষণে ক্ষণে প্রাণেস্বরি
(২)
যাবক বরন কটির বসন
শোভা করে গোরা-গায়
কখন কখন যমুনা বলিয়া
সুরধুনি-তিরে ধায়
(৩)
তা থ-ই তা থ-ই মৃদঙ্গ বাজ-ই
ঝন ঝন করতাল
নয়ন-অম্বুজে বহে সুর-নদি
গলে ডোলে বন-মাল
(৪)
আনন্দ-কন্দ গৌরচন্দ্র
অকিঞ্চনে বড় দয়া
দীন কৃষ্ণ-দাস করত আশ
ও পদ-পঙ্কজ-ছায়া
UPDATED: September 27, 2015