Skip to main content

Maner Mala Japbi Jakhon

·129 words·1 min
kksongs
Author
kksongs
Un-official KKsongs

Maner Mala Japbi Jakhon
#

http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org

Home Song Lyrics M

Song Name: Maner Mala Japbi Jakhon

Official Name: Song 8

Author: Bhaktivinoda Thakura

Book Name: Baul Sangit

Language: Bengali

LYRICS:

(১)

মনের মালা জপবি যখন, মন,

ক্যান কর্বি বাহ্য় বিসর্জন মনে মনে ভজন যখন হয়,

প্রেম উঠলে পড়ে’ বাহ্য়-দেহে ব্যাপ্ত হ’য়ে রয়;

আবার দেহে চরে, জপায় করে,

ধরায় মালা অনুক্ষণ 

(২)

যে ব্যাটা ভণ্ড-তাপস হয়,

বক-বিডাল দেখা’য়ে বাহ্য় নিন্দে অতিশয়;

নিজে যুত পে’লে কামিনী -কনক করে

সদা সংঘটন 

(৩)

সে ব্যাটার ভিতর ফক্কাকার,

বাহ্য-সাধন-নিন্দা বৈ আর আছে কিবা তা’র;

(নিজের) মন ভাল দেখা-তে গিয়ে নিন্দে সাধু-আচরণ

(৪)

শুদ্ধ করি’ ভিতর বাহির, ভাই,

হরি-নাম কর্তে থাকো, তর্কে কাজ নাই,

(শুষ্ক) তোমার তর্ক কর্তে জীবন জা’বে

চাঁদ-বাউল তায় দুঃখী হ’ন  

UPDATED: November 11, 2015