Mahabhava Cintamani #

Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ M
Song Name: Mahabhava Cintamani
Official Name: Radhikastakam Song 5
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
LYRICS:
(১)
মহাভাব-চিন্তামণি, উদ্ভাবিত তনু-খানি,
সখী-পতি-সজ্জা প্রভাবতী
কারুন্য-তারুন্য আর, লাবন্য-অমৃত-ধার,
তাহে স্নাতা লক্ষ্মী-জয়ী সতী
(২)
লজ্জা পট্ট-বস্ত্র যার, সৌন্দর্য কুঙ্কুম-সার,
কস্তুরী-চিত্রিত কলেবর
কম্পাশ্রু-পুলক-রঙ্গ, স্তম্ভ-স্বেদ-স্বর-ভঙ্গ,
জাড্যোন্মাদ নব-রত্ন-ধর
(৩)
পঞ্চ-বিংশতি গুন, ফুল-মালা সু-শোভন,
ধীরাধীর ভাব-পট্ট-বাসা
পিহিত-মান-ধম্মিল্লা, সৌভাগ্য-তিলকোজ্বলা,
কৃষ্ণ-নাম-যশঃ কর্ণোল্লাসা
(৪)
রাগ-তাম্বূলিত ওষ্ঠ, কৌটিল্য-কজ্জল-স্পষ্ট,
স্মিত-কর্পূরিত নর্ম-শীলা
কীর্তি-যশ-অন্তঃপুরে, গর্ব-খট্টোপরি স্ফুরে,
দুলিত প্রেম-বৈচিত্ত্য-মালা
(৫)
প্রনয়-রোষ-কঞ্চুলী- পিহিত স্তন-যুগ্মকা,
চন্দ্রা-জয়ী কচ্ছপী রবিনী
সখী-দ্বয়-স্কন্ধে, লীলা-করাম্বুজার্পন-শীলা,
শ্যামা শ্যামামৃত-বিতরণী
(৬)
এ হেনো রাধিকা-পদ, তোমাদের সু-সম্পদ,
দন্তে তৃণ যাচে তব পায়
এ ভক্তিবিনোদ দীন, রাধা-দাস্যামৃত-কন,
রূপ রঘুনাথ! দেহো তায়
UPDATED: August 15, 2017