Skip to main content

Krsna Tava Punya Habe Bhai

·262 words·2 mins
kksongs
Author
kksongs
Un-official KKsongs

Krsna Tava Punya Habe Bhai
#

http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org

Home Song Lyrics K

Song Name: Krsna Tava Punya Habe Bhai

Official Name: Bhagavan Krsner Pada Padme Prarthana

Author: A.C. Bhaktivedanta Swami Prabhupada

Book Name: Jaladuta Diary 1965

Language: Bengali

LYRICS: 

(ধ্রুব পদ)

কৃষ্ণ তব পুণ্য হবে ভাই

এ-পুণ্য কোরিবে জবে রাধারাণী সুখী হবে

ধ্রুব অতি বলি তোমা তাই

(১)

শ্রী-সিদ্ধান্ত সরস্বতী শচী-সুত প্রিয় অতি

কৃষ্ণ-সেবায় যার তুল নাই

সেই সে মোহান্ত-গুরু জগতের মধ্যে উরু

কৃষ্ণ-ভক্তি দেয় ঠাই ঠাই

(২)

তার ইচ্ছা বলবান পাশ্চাত্যেতে ঠান ঠান

হয় জাতে গৌরাঙ্গের নাম

পৃথিবীতে নগরাদি আসমুদ্র নদ নদী

সকলেই বলে কৃষ্ণ রাম

(৩)

তাহলে আনন্দ হয় তবে হয় দিগ্বিজয়

চৈতন্যের কৃপা অতিশয়

মায়া দুষ্ট জত দুঃখী জগতে সবাই সুখী

বৈষ্ণবের ইচ্ছা পূর্ণ্ণ হয়

(৪)

সে কার্য্য জে কোরিবারে আজ্ঞা য়দি দিলে মোরে

যোগ্য নহি অতি দীন হীন

তাই সে তোমার কৃপা মাগিতেছি অনুরূপা

আজি তুমি সবার প্রবীণ

(৫)

তোমার সে শক্তি পেলে গুরু-সেবায় বস্তু মিলে

জীবন সার্থক জদি হয়

সেই সে সেবা পৈলে তাহলে সুখী হলে

তব সঙ্গ ভাগ্যতে মিলয়

(৬)

এবং জনং নিপতিতং প্রভবাহিকূপে

কামাভিকামমনু য়ঃ প্রপতন্‌ প্রসঙ্গাত

কৃত্বাত্মসাত্‌ সুরর্ষিণা ভগবন্‌ গৃহীতঃ

সোঽহং কথং নু বিসৃজে তব ভৃত্য-সেবাম

(৭)

তুমি মোর চির সাথী ভুলিযা মায়ার লাথি

খাইয়াছি জন্ম-জন্মান্তরে

আজি পুনঃ এ সুজোগ যদি হয় জোগায়োগ

তবে পারি তুঙ্হে মিলিবারে

(৮)

তোমার মিলনে ভাই আবার সে সুখ পাই

গোচারনে ঘুরি দিন ভর

কত বনে ছুটাছুটি বনে খাই লুটালুটি

সেই দিন কবে হবে মোর

(৯)

আজি সে সুবিধা হল তোমার স্মরণ ভেল

বড় আশা ডাকিলাম তাই

আমি তোমার নিত্য-দাস তাই কোরি এত আশ

তুমি বিনা অন্য গতি নাই

UPDATED: September 20, 2015