Krsna Nama Dhare Koto Bal #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ K
Song Name: Krsna Nama Dhare Koto Bal
Official Name: Sri Nama Mahatmya Song 1
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
কৃষ্ণ-নাম ধরে কত বল
বিষয়-বাসনানলে, মোর চিত্ত সদা জ্বলে,
রবি-তপ্ত মরু-ভূমি-সম
কর্ন-রন্ধ্র-পথ দিয়া, হৃদি মাঝে প্রবেশিয়া,
বরিষয় সুধা অনুপম
(২)
হৃদয় হৈতে বলে, জিহ্বার অগ্রেতে চলে,
শব্দ-রূপে নাচে অনুক্ষন
কন্ঠে মোর ভঙ্গে স্বর, অঙ্গ কাঁপে থর থর,
স্থির হৈতে না পারে চরণ
(৩)
চক্ষে ধারা, দেহে ঘর্ম, পুলকিত সব চর্ম,
বিবর্ন হৈল কলেবর
মূর্ছিত হৈল মন, প্রলয়ের আগমন,
ভাবে সর্ব-দেহ জর জর
(৪)
করি’ এত উপদ্রব, চিত্তে বর্ষে সুধা-দ্রব,
মোরে ডারে প্রেমের সাগরে
কিছু না বুঝিতে দিল, মোরে তো’ বাতুল কৈল,
মোর চিত্ত-বিত্ত সব হরে
(৫)
লৈনু আশ্রয় যা’র, হেন ব্যবহার তা’র,
বর্নিতে না পারি এ সকল
কৃষ্ণ-নাম ইচ্ছা-ময়, যাহে যাহে সুখী হয়,
সেই মোর সুখের সম্বল
(৬)
প্রেমের কলিকা নাম, অদ্ভুত রসের ধাম,
হেন বল করয়ে প্রকাশ
ঈষত বিকশি’ পুনঃ, দেখায় নিজ-রূপ-গুন,
চিত্ত হরি’ লয় কৃষ্ণ-পাশ
(৭)
পূর্ন বিকশিত হৈয়া, ব্রজে মোরে যায় লৈয়া,
দেখায় মোরে স্বরূপ-বিলাস
মোরে সিদ্ধ-দেহ দিয়া, কৃষ্ণ-পাশে রাখে গিয়া,
এ দেহের করে সর্ব-নাশ
(৮)
কৃষ্ণ-নাম-চিন্তামণি, অখিল রসের খনি,
নিত্য-মুক্ত শুদ্ধ-রস-ময়
নামের বালাই যত, সব ল’য়ে হয় হত,
তবে মোর সুখের উদয়
UPDATED: January 5, 2017