Skip to main content

Krsna Hoite Caturmukha

·204 words·1 min
kksongs
Author
kksongs
Un-official KKsongs

Krsna Hoite Caturmukha
#

http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org

Home Song Lyrics K

Song Name: Krsna Hoite Caturmukha

Official Name: Guru Parampara

Author: Bhaktisiddhanta Sarasvati Thakura

Book Name: None

Language: Bengali

LYRICS:

(১)

কৃষ্ণ হৈতে চতুর-মুখ, হয় কৃষ্ণ-সেবন্মুখ,

ব্রহ্মা হৈতে নারদের মতি

নারদ হৈতে ব্যাস, মধ্ব কহে ব্যাস-দাস,

পূর্ণ্ণপ্রজ্ঞ পদ্মনাভ গতি

(২)

নৃহরি মাধব-বংশে, অক্ষোভ্য পরমহংসে,

শিষ্য বলি’ অঙ্গীকার করে

অক্ষোভ্যের শিষ্য জয়-তীর্থ নামে পরিচয়,

তার দাস্যে জ্ঞানসিন্ধু তোরে

(৩)

তাহা হৈতে দয়ানিধি, তার দাস বিদ্যানিধি,

রাজেন্দ্র হৈল তাহা হ’তে

তাহার কিঙ্কোর জয়-ধর্ম্ম নামে পরিচয়,

পরম্পরা জানো ভাল মতে

(৪)

জয়ধর্ম্ম-দাস্যে খ্যাতি, শ্রী পুরুষোত্তম-জতি,

তা হ’তে ব্রহ্মণ্য-তীর্থ সূরি

ব্যাসতীর্থ তার দাস, লক্ষ্মীপতি ব্যাস-দাস,

তাহা হ’তে মাধবেন্দ্র পুরী

(৫)

মাধবেন্দ্র পুরী-বর, শিষ্য-বর শ্রী-ঈশ্বর,

নিত্যানন্দ, শ্রী-অদ্বৈত বিভু

ঈশ্বর-পুরীকে ধন্য, করিলেন শ্রী-চৈতন্য,

জগদ-গুরু গৌর মহাপ্রভু

(৬)

মহাপ্রভু শ্রী-চৈতন্য, রাধা-কৃষ্ণ নহে অন্য,

রূপানুগ জনের জীবন

বিশ্বম্ভর প্রিয়ঙ্কর, শ্রী-স্বরূপ দামোদর,

শ্রী-গোস্বামী রূপ-সনাতন

(৭)

রূপ-প্রিয় মহাজন, জীব, রঘুনাথ হন,

তার প্রিয় কবি কৃষ্ণদাস

কৃষ্ণদাস-প্রিয়-বর, নরোত্তম সেবা-পর,

যার পদ বিশ্বনাথ-আশ

(৮)

বিশ্বনাথ-ভক্ত-সাথ, বলদেব জগন্নাথ,

তার প্রিয় শ্রী-ভক্তিবিনোদ

মহা-ভাগবত-বর, শ্রী-গৌরকিশোর-বর,

হরি-ভজনেতে যা’র মোদ

(৯)

ঈহারা পরমহংস, গৌরাঙ্গের নিজ-বংশ

তাদের চরণে মম গতি

আমি সেবা-উদাসীন, নামেতে ত্রিদণ্ডী দীন

শ্রী-ভক্তিসিদ্ধান্ত সরস্বতী

(শ্রীল প্রভুপাদের প্রণাম অন্তরা)

শ্রী-বার্ষভানবী-বরা, সদা সেব্য-সেবা-পরা,

তাহার দয়িত-দাস-নাম

তার প্রধান প্রচারক, শ্রী-ভক্তিবেদান্ত নাম,

পতিত-জনেতে দয়া-ধাম

UPDATED: October 6, 2015