Kohabun Ki Sarama Ki Bat #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ K
Song Name: Kohabun Ki Sarama Ki Bat
Official Name: Atma Nivedana Song 2
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
(প্রাণেশ্বর!) কহবুঁ কি শরম কি বাত
ঐছন পাপ নাহি, যো হাম না করলুঁ,
সহস্র সহস্র বেরি নাথ
(২)
সহি করম-ফল, ভবে মোকে পেশ-ই,
দোখ দেওব আব কাহি
তখনক পরিনাম, কছু না বিচারলুঁ,
আব পছু তরৈতে চাহি
(৩)
দোখ বিচার-ই, তুঁহু দণ্ড দেওবি,
হাম ভোগ করবুঁ সংসার
করত গতাগতি, ভকত-জন-সঙ্গে,
মতি রহু চরণে তোহার
(৪)
আপন চতুর্পন, তুয়া পদে সোঁপলুঁ,
হৃদয়-গরব দূরে গেল
দীন-দয়া-ময়, তুয়া কৃপা নিরমল,
ভকতিবিনোদ আশা ভেল
UPDATED: January 6, 2017