Ki Jani Ki Bale #

Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ K
Song Name: Ki Jani Ki Bale
Official Name: Goptritve Varana Song 1
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
কি জানি কি বলে, তোমার ধামেতে,
হৈনু শরণাগত
তুমি দয়া-ময়, পতিত-পাবন,
পতিত-তারণে রত
(২)
ভরসা আমার, এই মাত্র নাথ!
তুমি তো’ করুনা-ময়
তব দয়া-পাত্র, নাহি মোর সম,
অবশ্য ঘুচাবে ভয়
(৩)
আমারে তারিতে, কাহার শকতি,
অবনী-ভিতরে নাহি
দয়াল ঠাকুর! ঘোষনা তোমার,
অধম পামরে ত্রাহি
(৪)
সকল ছাডিয়া, আসিয়াছি আমি,
তোমার চরণে নাথ!
আমি নিত্য-দাস, তুমি পালয়িতা,
তুমি গোপ্তা, জগন্নাথ!
(৫)
তোমার সকল, আমি মাত্র দাস,
আমার তারিবে তুমি
তোমার চরণ, করিনু বরণ,
আমার নাহি তো’ আমি
(৬)
ভকতিবিনোদ, কাঁদিয়া শরণ,
ল’য়েছে তোমার পায়
ক্ষমি’ অপরাধ, নামে রুচি দিয়া,
পালন করহে তায়
UPDATED: September 27, 2016