Kesava Tuwa Jagata Vicitra #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ K
Song Name: Kesava Tuwa Jagata Vicitra
Official Name: Bhakti Pratikula Bhava Varjanangikara Song 1
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
কেশব! তুয়া জগত বিচিত্র
করম-বিপাকে, ভব-বন ভ্রম-ই,
পেখলুঁ রঙ্গ বহু চিত্র
(২)
তুয়া পদ-বিস্মৃতি, আ-মর যন্ত্রনা,
ক্লেশ-দহনে দোহি’ যায়
কপিল, পতঞ্জলি, গৌতম, কনভোজী,
জৈমিনি, বৌদ্ধ আওয়ে ধাই’
(৩)
তব কৈ নিজ-মতে, ভুক্তি, মুক্তি যাচত,
পাত-ই নানা-বিধ ফাঁদ
সো-সবু-বঞ্চক, তুয়া ভক্তি বহির-মুখ,
ঘটাওয়ে বিষম পরমাদ
(৪)
বৈমুখ-বঞ্চনে, ভট সো-সবু,
নিরমিল বিবিধ পসার
দণ্ডবত দূরত, ভকতিবিনোদ ভেল,
ভকত-চরণ করি’ সার
UPDATED: January 6, 2017