Keno Hare Krsna Nam #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ K
Song Name: Keno Hare Krsna Nam
Official Name: None
Author: Bhaktivinoda Thakura
Book Name: None
Language: Bengali
LYRICS:
(অস্থয়ী)
কেন হরে কৃষ্ণ নাম হরি বলে
মন প্রাণ কাঁদে না
(১)
পাখি না জানি কোন অপরাধে
মুখে হরে কৃষ্ণ নাম বল না
(২)
বনের পাখি রে ধরে রাখলাম হৃদয় মন্দিরে
মধু মাখা এই হরি নাম
পাখি রে সিখৈলে সিখে
(৩)
পাখি সকল নাম বল্তে পর
কেন হরে কৃষ্ণ নাম বল না
কেন হরে কৃষ্ণ নাম হরি বলে মন প্রাণ কাঁদে না
(৪)
চল পাখি রূপের দেশে যাই
যে দেশেতে মনের মানুশ আশা যাওয়া নাই
(৫)
পাখি রে তোর মরণ কালেতে
চরবী বাসের দোলাতে
ওরে চার জনেতে কন্ধে করে
লয়ে যাবে স্মশান ঘাটেতে
(৬)
ওরে ও তোর মুখে আগুন জিহ্বে তুলে
কি করবি তাই বল না
UPDATED: July 18, 2016