Keno Bheker Prayas #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ K
Song Name: Keno Bheker Prayas
Official Name: Song 11
Author: Bhaktivinoda Thakura
Book Name: Baul Sangit
Language: Bengali
LYRICS:
(১)
ক্যান ভেকের প্রয়াস?
হয় অকাল-ভেকে সর্ব-নাশ
হ’লে চিত্ত-শুদ্ধি, তত্ত্ব-বুদ্ধি,
ভেক আপনি এসে’ হয় প্রকাশ
(২)
ভেক ধরি’ চেষ্টা করে, ভেকের জ্বালায় শেষে মরে,
নেডানেডী ছড়াছড়ি, আখডা বেঁধে’ বাস;
অকাল-কুষ্মাণ্ড, যত ভণ্ড,
কর্ছে জীবের সর্ব-নাশ
(৩)
শুক, নারদ, চতুঃসন, ভেকের অধিকারী হ’ন,
তাঁ’দের সমান পার্লে হ’তে ভেকে কর্বে আশ
বল তেমন বুদ্ধি, চিত্ত-শুদ্ধি
ক’জন ধরায় কর্ছে বাস?
(৪)
আত্মানাত্ম-সুবিবেকে, প্রেম-লতায় চিত্ত-ভেকে,
ভজন-সাধন-বারিসেকে করহ উল্লাস;
চাঁদ-বাউল বলে, এমন হ’লে,
হ’তে পার্বে কৃষ্ণ-দাস
UPDATED: November 11, 2015