Kabe Ha’be Bolo #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ K
Song Name: Kabe Ha’be Bolo
Official Name: Vijnapti Song 1
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
কবে হ’বে বল সে-দিন আমার
(আমার) অপরাধ ঘুচি’, শুদ্ধ নামে রুচি,
কৃপা-বলে হ’বে হৃদয়ে সঞ্চার
(২)
তৃণাধিক হীন, কবে নিজে মানি’,
সহিষ্ণুতা-গুণ হৃদয়েতে আনি’
সকলে মানদ, আপনি অমানী,
হ’য়ে আস্বাদিবো নাম-রস-সার
(৩)
ধন জন আর, কবিতা-সুন্দরী,
বলিব না চাহি দেহ-সুখ-করী
জন্মে-জন্মে দাও, ওহে গৌরহরি!
অহৈতুকী ভক্তি চরণে তোমার
(৪)
(কবে) করিতে শ্রী-কৃষ্ণ-নাম উচ্চারণ,
পুলকিত দেহ গদ্গদ বচন
বৈবর্ণ্য-বেপথু হ’বে সঙ্ঘটন,
নিরন্তর নেত্রে ব’বে অশ্রু-ধার
(৫)
কবে নবদ্বীপে, সুরধুনী-তটে,
গৌর-নিত্যানন্দ বলি’ নিষ্কপটে
নাচিয়া গাইয়া, বেরাইব ছুটে,
বাতুলের প্রায় ছারিয়া বিচার
(৬)
কবে নিত্যানন্দ, মোরে করি ’দয়া,
ছারাইবে মোর বিষয়ের মায়া
দিয়া মোরে নিজ-চরণের ছায়া,
নামের হাটেতে দিবে অধিকার
(৭)
কিনিব, লুটিব, হরি-নাম-রস,
নাম-রসে মাতি’ হৈব বিবশ
রসের রসিক-চরণ পরশ,
করিয়া মোজিব রসে অনিবার
(৮)
কবে জীবে দয়া, হৈবে উদয়,
নিজ-সুখ ভুলি’ সুদীন-হৃদয়
ভকতিবিনোদ, করিয়া বিনয়,
শ্রী-আজ্ঞা-টহল করিবে প্রচার
UPDATED: October 6, 2015