Kabe Gaura Vane #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ K
Song Name: Kabe Gaura Vane
Official Name: Siddhi Lalasa Song 1
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitamala
Language: Bengali
LYRICS:
(১)
কবে গৌর-বনে, সুরধুনী-তটে,
’হা রাধে হা কৃষ্ণ’ বোলে’
কান্দিয়া বেড়াবো, দেহ-সুখ ছাড়ি’,
নানা লতা-তরু-তলে
(২)
স্ব-পচ-গৃহেতে, মাগিয়া খাইবো,
পিবো সরস্বতী-জল
পুলিনে পুলিনে, গড়াগড়ি দিবো,
করি’ কৃষ্ণ-কোলাহল
(৩)
ধাম-বাসী জনে, প্রণতি করিয়া,
মাগিবো কৃপার লেশ
বৈষ্ণব-চরণ-রেণূ গায় মাখি’,
ধোরি’ অবধূত-বেশ
(৪)
গৌড়-ব্রজ-জনে, ভেদ না দেখিব,
হোইবো বরজ-বাসী
ধামের স্বরূপ, স্ফুরিবে নয়নে,
হোইবো রাধার দাসী
UPDATED: December 10, 2015