Jnani Jnana Yoge Koriya Jatane #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ J
Song Name: Jnani Jnana Yoge Koriya Jatane
Official Name: Sri Namastaka Song 4
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
LYRICS:
(১)
জ্ঞানী জ্ঞান-যোগে, করিয়া যতনে,
ব্রহ্মের সাক্ষাত করে
ব্রহ্ম-সাক্ষাত্কার, অপ্ররাব্ধ কর্ম,
সম্পূর্ন জ্ঞানেতে হরে
(২)
তবু তো’ প্রারব্ধ, নাহি হয় ক্ষয়,
ফল-ভোগ বিনা কভু
ব্রহ্ম-ভূত জীব, ফল-ভোগ লাগি’,
জনম-মরণ লভু
(৩)
কিন্তু ওহে নাম, তব স্ফূর্তি হ’লে,
একান্তী জনের আর
প্রারব্ধাপ্রারব্ধ, কিছু নাহি থাকে,
বেদে গায় বার বার
(৪)
তোমার উদয়ে, জীবের হৃদয়,
সম্পূর্ন শোধিত হয়
কর্ম-জ্ঞান-বন্ধ, সব দূরে যায়,
অনায়াসে ভব-ক্ষয়
(৫)
ভকতিবিনোদ, বাহু তুলে’ কয়,
নামের নিশান ধর
নাম-ডঙ্কা-ধ্বনি, করিয়া যাইবে,
ভেটিবে মুরলীধর
UPDATED: August 14, 2017