Jiva Jago Jiva Jago #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ J
Song Name: Jiv Jago Jiv Jago
Official Name: Arunodaya Kirtana Song 2
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
LYRICS:
(১)
জীব জাগ, জীব জাগ, গৌরচান্দ বলে
কত নিদ্রা যাও মায়া-পিশাচীর কোলে
(২)
ভজিব বলিয়া এসে সংসার-ভিতরে
ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে
(৩)
তোমারে লইতে আমি হৈনু অবতার
আমি বিনা বন্ধু আর কে আছে তোমার
(৪)
এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি’
হরি-নাম মহা-মন্ত্র লও তুমি মাগি’
(৫)
ভকতিবিনোদ প্রভু-চরণে পড়িয়া
সেই হরি-নাম-মন্ত্র লৈল মাগিয়া
UPDATED: January 31, 2017