Skip to main content

Jaya Radha Krsna Giti

·159 words·1 min
kksongs
Author
kksongs
Un-official KKsongs

Jaya Radha Krsna Giti
#

http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org

Home Song Lyrics J

Song Name: Jaya Radha Madhava Radha Madhava

Official Name: Jaya Radha Krsna Giti

Author: Anonymous

Book Name: None

Language: Bengali

LYRICS:

(১)

জয রাধা-মাধব রাধা-মাধব রাধে

(জযদেবের প্রাণ-ধন হে)

(২)

জয রাধা-মদন-গোপাল রাধা-মদন-গোপাল রাধে

(সীতা-নাথের প্রাণ-ধন হে)

(৩)

জয রাধা-গোবিন্দ রাধা-গোবিন্দ রাধে

(রূপ গোস্বামীর প্রাণ-ধন হে)

(৪)

জয রাধা-মদন-মোহন রাধা-মদন-মোহন রাধে

(সনাতনের প্রাণ-ধন হে)

(৫)

জয রাধা-গোপীনাথ রাধা-গোপীনাথ রাধে

(মধু পণ্ডিতের প্রাণ-ধন হে)

(৬)

জয রাধা-দামোদর রাধা-দামোদর রাধে

জীব গোস্বামীর প্রাণ-ধন হে)

(৭)

জয রাধা-রমণ রাধা-রমণ রাধে

(গোপাল ভট্টের প্রাণ-ধন হে)

(৮)

জয রাধা-বিনোদ রাধা-বিনোদ রাধে

(লোকনাথের প্রাণ-ধন হে)

(৯)

জয রাধা-গোকুলানন্দ রাধা-গোকুলানন্দ রাধে

(বিশ্বনাথের প্রাণ-ধন হে)

(১০)

জয রাধা-গিরিধারী রাধা-গিরিধারী রাধে

(দাস গোস্বামীর প্রাণ-ধন হে)

(১১)

জয রাধা-শ্যামসুন্দর রাধা-শ্যামসুন্দর রাধে

(শ্যামানন্দের প্রাণ-ধন হে)

(১২)

জয রাধা-বঙ্ক-বিহারী রাধা-বঙ্ক-বিহারী রাধে

(হরিদাসের প্রাণ-ধন হে)

(১৩)

জয রাধা-কান্ত রাধা-কান্ত রাধে

(বক্রেশ্বরের প্রাণ-ধন হে)

(১৪)

জয গান্ধর্ব্বিকা-গিরিধারী গান্ধর্ব্বিকা-গিরিধারী রাধে

(সরস্বতীর প্রাণ-ধন হে)

UPDATED: October 7, 2015