Jaya Jaya Harinama #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ J
Song Name: Jaya Jaya Harinama
Official Name: Sri Namastaka Song 2
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
LYRICS:
(১)
জয় জয় হরিনাম, চিদানন্দামৃত-ধাম,
পর-তত্ত্ব অক্ষর-আকার
নিজ-জনে কৃপা করি’, নাম-রূপে অবতরি’,
জীবে দয়া করিলে অপার
(২)
জয় ‘হরি’, ‘কৃষ্ণ’, ‘রাম’, জগ-জন-সুবিশ্রাম,
সর্ব-জন-মানস-রঞ্জন
মুনি-বৃন্দ নিরন্তর, যে নামের সমাদর,
করি’ গায় ভরিয়া বদন
(৩)
ওহে কৃষ্ণ-নামাক্ষর, তুমি সর্ব-শক্তি-ধর,
জীবের কল্যান-বিতরণে
তোমা বিনা ভব-সিন্ধু, উদ্ধারিতে নাহি বন্ধু,
আসিয়াছো জীব-উদ্ধারণে
(৪)
আছে তাপ জীবে যত, তুমি সব কর হত,
হেলায় তোমারে এক-বার
ডাকে যদি কোনো জন, হ’য়ে দীন অকিঞ্চন,
নাহি দেখি’ অন্য প্রতিকার
(৫)
তব স্বল্প-স্ফূর্তি পায়, উগ্র-তাপ দূরে যায়,
লিঙ্গ-ভঙ্গ হয় অনায়াসে
ভকতিবিনোদ কয়, জয় হরিনাম জয়,
পড়ে’ থাকি তুয়া পদ-আশে
UPDATED: August 14, 2017