Iha Madhu Yamini Maha #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ I
Song Name: Iha Madhu Yamini Maha
Official Name: Song 49
Author: Govinda Dasa Kaviraja
Book Name: Padavali (Govinda Dasa Kaviraja)
Language: Bengali
LYRICS:
(ধ্রুব পদ)
ইহ মধু যামিনী মাহা
কাহে লাগি মান দহনে তনু দহি দহি
দুহু মুখ দুহু নাহি চাহ
(১)
উহ পুরুখ-বর বিদগধ-শেখর
এ অবিচল কুল-বালা
বিহি যো না জানলমদন ঘটায়ল
জনু জলধরে বিধু-মালা
(২)
চান্দ উদয়ে কিয়ে কুমুদিনী মুদিত
চান্দনী বিমুখ চকোর
ঐছন যামিনী কবহু না পেখিয়ে
কিয়ে বিধি মতি ভোর
(৩)
দুহু তনু পরশ ক্ষণেক পরশহি
জলধরে দামিনী-মালা
ঐছন কামিনী সো সু-পুরুখ-বর
দুহুক দুলহ নব-বালা
(৪)
সহচরী বচন শুনিয়া দুহু হরষিত
দুহু মুখ হেরি দুহু হাস
দুহুক অনুভব পূরল মনোরথ
গোবিন্দ-দাস পরকাশ
UPDATED: October 28, 2015