Hunsar Theko Bhulo Nako #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ H
Song Name: Hunsar Theko Bhulo Nako
Official Name: Song 7
Author: Bhaktivinoda Thakura
Book Name: Baul Sangit
Language: Bengali
LYRICS:
(১)
(মন আমার) হুঁসা’র থেক, ভূল’ নাক,
শুদ্ধ সহজ তত্ত্ব-ধনে নৈলে মায়ার বশে,
অবশেষে, কাঁদ্তে হ’বে চির-দিনে
(২)
শুদ্ধ-জী বে জড় নাই ভাই, ঠিক বুঝ তাই,
নিজে সখী (সে) বৃন্দাবনে
সে যখন কৃষ্ণ-চন্দ্রে ভজে, সুখেতে মজে,
মধুর-রসে অনুক্ষণে
(৩)
জদ-দেহে তা’র সাধন-ভক্তি, জ্ঞান-বিরক্তি,
দেহের যাত্রা ধর্ম-ভাবে
সে গৃহে থাকে, বনে বা থাকে, মজিয়ে ডাকে,
(‘কৃষ্ণ’) বলে’ এক-মনে
(৪)
একে-ই ত’ বলি সহজ-ভজন, শুদ্ধ-মন,
কৃষ্ণ পা’বার এক উপায়
ইহা ছাড়ি’ যে আরোপ করে, সেই ত’ মরে,
তা’র ত’ নাহি ভজন হয়
(৫)
চাঁদ-বাউলের এ বিশ্বাস, ছোট হরিদাস,
একটু কেবল বিপথে চলে’
শচী-সুতের কৃপায়, দূর হ’য়ে, হায়,
না পায় আর গৌর-চরণে
UPDATED: November 11, 2015