Hari Bolo Hari Bolo Hari Bolo Bhai Re #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ H
Song Name: Hari Bolo Hari Bolo Hari Bolo Bhai Re
Official Name: Sri Nama Kirtana Song 3
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
LYRICS:
(১)
’হরি’ বল, ‘হরি’ বল, ‘হরি’ বল, ভাই রে
হরিনাম আনিয়াছে গৌরাঙ্গ-নিতাই রে
(মোদের দুঃখ দেখে’ রে)
(২)
হরিনাম বিনা জীবের অন্য ধন নাই-রে
হরিনামে শুদ্ধ হ’ল জগাই-মাধাই রে
(বড় পাপী ছিল রে)
(৩)
মিছে মায়া-বদ্ধ হ’য়ে জীবন কাটাই রে
(‘আমি, আমার’ বলে’ রে)
আশা-বশে ঘুরে’ ঘুরে’ আর কোথা যাই রে
(আশার শেষ নাই রে)
(৪)
‘হরি’ বলে’ দেও ভাই আশার মুখে ছাই রে
(নিরাশ ত’ সুখ রে)
ভোগ-মোক্ষ-বাঞ্ছা ছাড়ি’ হরিনাম গাই রে
(শুদ্ধ-সত্ত্ব হ’য়ে রে)
(৫)
নাচে’ যেও নামের গুনে ও সব ফল পাই রে
(তুচ্ছ ফলে প্রয়াস ছেড়ে’ রে)
বিনোদ বলে যাই ল’য়ে নামের বালাই রে
(নামের বালাই ছেড়ে’ রে)
UPDATED: July 1, 2017