Harinama Mahamantra Sarva Mantra Sar #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ H
Song Name: Harinama Mahamantra Sarva Mantra Sar
Official Name: Dasa Vidha Namaparadha
Author: Bhakti Sundara Goswami
Book Name: None
Language: Bengali
LYRICS:
(১)
হরি-নাম মহামন্ত্র সর্ব-মন্ত্র-সার
যাদের করুনাবলে জগতে প্রচার
সেই নাম-পরায়ণ সাধু, মহাজন
তাঁহাদের নিন্দা না করিহ কদাচন
(২)
ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ সর্বেশ্বরেশ্বর
মহেশ্বর আদি তার সেবন-তত্পর
নাম চিন্তামণি কৃষ্ণ-চৈতন্য-স্বরূপ
ভেদ-জ্ঞান না করিবে লীলা-গুণ-রূপ
(৩)
“গুরু কৃষ্ণ-রূপ হাঁ শাস্ত্রের প্রমাণে
গুরু-রূপে কৃষ্ণ কৃপ করে ভাগ্যবনে”
সে গুরুতে মর্ত্য-বুদ্ধি অবজ্ঞাদি ত্যাজি
ইষ্ট-লাভ কর, নিরন্তর নাম ভাজি
(৪)
শ্রুতি, শ্রুতি-মাতা-সহ সত্বত-পুরাণ
শ্রী-নাম-চরণ-পদ্ম করে নিরজান
সেই শ্রুতি-শাস্ত্র যেব করয়ে নিন্দন
সে অপরাধির সঙ্গ করিবে বর্জন
(৫)
নামের মহিমা সর্ব-শাস্ত্রেতে বখানে
অতিস্তুতি, হেন কভু না ভাবিহ মানে
অগস্ত্য, অনন্ত, ব্রহ্মা, শিবাদি সতত
যে নাম-মহিমা-গাথা সঙ্কীর্ত্তন-রত
সে নাম-মহিমা-সিন্ধু কে পাইবে পার?
অতিস্তুতি বলে যেই-সেই দুরাচার
(৬)
কৃষ্ণ-নামাবলী নিত্য গোলোকের ধন
কল্পিত, প্রকৃত, ভাবে-অপরাধি জন
(৭)
নামে সর্ব-পাপ-ক্ষয় সর্ব-শাস্ত্রে কয়
সারা-দিন পাপ করি সেই ভরাশয়-
এমত দুর্বুদ্ধি যার সেই অপরাধি
মায়া-প্রবঞ্চিত, দুঃখ ভুঞ্জে নিরবাধি
(৮)
অতুল্য শ্রী-কৃষ্ণ-নাম পুর্ণ-রাস-নিধি
তার সম না ভাবিহ শুভ-কর্ম আদি
(৯)
নামে শ্রদ্ধ-হীন-জন-বিধাতা বঞ্চিত
তারে নাম দানে অপরাধ সুনিশ্চিত
(১০)
সুনিযাও কৃষ্ণ-নাম-মহাত্ম্য অপার
যে প্রীতি-রহিত, সেই নরাধম ছাড়
অহম্তা মমতা যার অন্তরে বহিরে
শুদ্ধ কৃষ্ণ-নাম তার কভু নাহি স্ফুরে
(১১)
এই দস অপরাধ করিয়া বর্জন
যে সুজন করে হরিনাম সঙ্কীর্ত্তন
অপূর্ব শ্রী-কৃষ্ণ-প্রেম লভ্য তার হয়
নাম-প্রভু তার হৃদে নিত্য বিলাসয়
UPDATED: January 18, 2017